‘মিলাদের টাকায়’ স্মার্টফোন কেনার বায়না, রাজি না হওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

 স্মার্টফোন কিনে না দেওয়ায় শফিকুল আকন (১৫) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে


ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের চ্যাপলার বাড়ি এলাকায়।

শফিকুল সদর উপজেলার একই এলাকার তালেব আকনের ছেলে। সে অ্যাড. দলিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের কাছে বেশি দামের মোবাইল চেয়েছিল শফিকুল। কিনে দিতে রাজি না হওয়ায় শুক্রবার রাতে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহতের পরিবার জানিয়েছে, শফিকুলের এক ভাই বিদেশে থাকেন। তিনি বাড়িতে মিলাদ পড়ানোর জন্য টাকা পাঠিয়েছেন। সেই টাকাসহ আরও টাকা নিয়ে শফিকুল একটি দামি মোবাইল কিনতে চায়। কিন্তু তার বাবা রাজি না হওয়ায় অভিমান করে ঘরে মধ্যে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

Post a Comment

0 Comments