অতি দ্রুত দলের মধ্যকার বিভেদ-গ্রুপিং দূর করতে হবে : ফখরুল


 সরকার পতনের আন্দোলন শুরুর আগে অতিদ্রুত দলের মধ্যকার বিভেদ ও গ্রুপিং দূর করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে।

শনিবার দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির সকল পর্যায়ের নেতাদের প্রতি এই আহ্বান জানান মহাসচিব।

টঙ্গিতে সালাহ উদ্দিন সরকারের বাসভবন মিলনায়তনে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এই ভার্চুয়াল আলোচনা সভা হয়।

Post a Comment

0 Comments