মানব পাচার মামলায় সাজার নজির নেই

 ২০১৫ সালের ১ মে থাইল্যান্ডের গহিন অরণ্যে অভিবাসীদের গণকবরের সন্ধান মেলে। সেখানে অন্তত ১০ জন বাংলাদেশির লাশ ছিল। ওই বছর থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে মানব পাচারকারীদের নির্যাতনের শিকার ১৭৫ জনকে দেশে ফিরিয়ে আনে সরকার।


দেশে ফিরে তারা বিমানবন্দর থানায় তিনটি মামলা করেন। থাইল্যান্ডে মামলার বিচারে পাচারকারী চক্রের সাজা হয়েছে। তবে বাংলাদেশে বিচার এখনও ঝুলে আছে।

গত বছরের ২৮ মে লিবিয়ায় ৩০ জন অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়। এর মধ্যে ২৬ জনই বাংলাদেশি। এ ঘটনায় গত বছরের ২ জুন রাতে রাজধানীর পল্টন থানায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করে সিআইডি। চাঞ্চল্যকর এ মামলার তদন্ত কার্যক্রম এখনও শেষ হয়নি।

Post a Comment

0 Comments